বিবাহবার্ষিকী'তে সাকিবের উদ্দেশ্যে শিশিরের আবেগঘন পোস্ট
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির আজ অষ্টম বিবাহবার্ষিকী'। দীর্ঘ পথচলায় দেশের অন্যতম অনুকরণীয় জুটি হয়ে উঠেছেন তারা। বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার কারণে সাকিব দেশে থাকলেও শিশির আ'মেরিকায় আছেন। বিশেষ এই দিনে কাছে থাকতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন শিশির। শনিবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়িড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন শিশির। তিনি সেখানে লিখেছেন, আমা'র প্রিয় স্বামীর প্রতি! আম'রা প্রতিদিনই একে অন্যকে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলি। তবে তুমি যখন আমা'র কানে এই কথাটা ফিসফিস করে বল, সেটাই আমা'র সবচেয়ে বেশি ভালো লাগে।
শিশির আরও লেখেন, আজ আমাদের বিয়ের ৮ বছর হলো। অথচ আমা'র মনে হয় আম'রা একে অ'পরকে কত আগে থেকে জানি। আমাদের পরিচয় খুব অল্প বয়সে হয়েছিল। তবে আম'রা একে অন্যের হাত ধরে রাখার প্রতিজ্ঞা করেছিলাম।
সাকিবপত্নী যোগ করেন, আম'রা একসঙ্গে বেড়ে উঠেছি। আমা'র ইচ্ছে, বুড়ো বয়সে আম'রা একে অন্যের পাকা চুল টেনে তুলব। আমাদের চোখে আম'রা এখনো সেই ২০ বছর বয়সের জুটি। এই শুরুটা কখনই থেমে যাওয়া উচিত নয়।
নিজের স্বপ্নের কথা জানিয়ে শিশির লেখেন, সবকিছু আমা'র ডায়েরির ছোট্ট একটা অংশ। আমি এটা একদম শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই। শুভ বিবাহবার্ষিকী' স্বামী। আমি তোমাকে ভালোবাসি এবং সন্তানদের নিয়ে আম'রা যে ছোট্ট একটি পৃথিবী তৈরি করেছি সেটাকেও। আলহাম'দুলিল্লাহ।
বিয়ে করার জন্য ১২-১২-১২ এর মতো বিরল তারিখ বেছে নিয়েছিলেন সাকিব-শিশির। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই তারিখেই দু’জনের আকদ হয়। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া আর কেউ সাকিবের বিয়েতে আমন্ত্রণ পাননি।
সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের নভেম্বরে আসে পরিবারের প্রথম সদস্য আলাইনা হাসান অব্রি। এরপর চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব।