বিয়ে করছেন জয়া আহসান!

দুই বাংলার জনপ্রিয় অ’ভিনেত্রী জয়া আহসান বিয়ের পিঁড়িতে বসছেন। এমনি গুঞ্জন শোনা যাচ্ছে। জয়া নাকি প্রে’ম্ও করছেন। ভা’রতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়।

কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রে’ম করছেন। এছাড়া আগামী বছর নাকি বিয়েও করবেন?

জয়ার কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি সংবাদটি গুজব? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি প্রে’ম করছি। যার সঙ্গে স’ম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অ’ভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শি’বপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভা’রতে মুক্তি পায়। সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ দেশে পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।

Back to top button
error: Alert: Content is protected !!