গোপালগঞ্জে ইউপি সদস্যকে গু'লি করে হ'ত্যা!
গোপালগঞ্জে হামিদুল শরীফ (৪৫) নামে এক ইউপি-সদস্যকে গু'লি করে হ'ত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজে'লার গোপীনাথপুর উচ্চ বিদ্যালের পাশে এ ঘটনা ঘটে। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য হামিদুল শরীফ স্থানীয় শরীফ পাড়ার মৃ'ত আব্দুল হক শরীফের (কালা শরীফ) ছে'লে।
গোপীনাথপুর পু'লিশ ফাঁড়ির এসআই বিপ্লব জানিয়েছেন, গোপীনাথপুর বাজার থেকে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে স্কুল-সংলগ্ন অন্ধকারাচ্ছন্ন মেহগনি বাগান এলাকায় দূর্বৃত্তরা তাকে গু'লি করে পালিয়ে যায়। পরে তাকে উ'দ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা'লে নেয়ার পর চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। পু'লিশ জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানচালক সাগর শেখকে তাদের হেফাজতে রেখেছে।
এদিকে হাসপাতা'লে সুরতহালের পর সদর থা'নার ওসি (ত'দন্ত) হযরত আলী জানিয়েছেন নি'হত হামিদুল শরীফের বুক ও পাজড়ে ৪টি গু'লির চিহ্ন হয়েছে। দূর্বৃত্তদের ধরতে পু'লিশ মাঠে নেমেছে বলেও জানিয়েছেন ওই কর্মক'র্তা।