বর্ণবাদবিরোধী অবস্থানে গর্বিত এমবাপ্পে

মঙ্গলবার মুখোমুখি হয় পিএসজি এবং ইস্তানবুল বাসাকসেহিরে। খেলা চলছিল। কিন্তু এর মধ্যেই রেফারির বি'রুদ্ধে ওঠে বর্ণবাদী মন্তব্যের অ'ভিযোগ। স্থগিত হয়ে যায় ম্যাচ।

আর রেফারির বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে ম্যাচ বয়কট করার ঘটনায় নিজের সতীর্থ ও প্রতিপক্ষ ফুটবলারদের নিয়ে গর্ববোধ করছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

বুধবার নতুন একদল রেফারির পরিচালনায় পিএসজি এবং ইস্তানবুল বাসা'সেহিরের ম্যাচের বাকি অংশ খেলার পর তিনি বলেছেন, ‘এসব (বর্ণবাদ) নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু প্রতিবাদের চেয়ে শ্রেয় কিছু নেই। আম'রা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি (বর্ণবাদের বি'রুদ্ধে) আম'রা একত্র।’

আগের দিন যেখানে শেষ হয়েছিল, সেই ১৪তম মিনিটেই শুরু হওয়া ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে এমবাপ্পেরা। নেই'মা'রের হ্যাটট্রিকের রাতে এমবাপ্পে নিজেও গোলের খাতায় নিজের নাম লিখিয়েছেন দুবার। তবে ফলাফল না, এই ম্যাচকে নিয়ে হওয়া আলোচনার কেন্দ্রে ছিল সেই বর্ণবাদ ও বর্ণবাদবিরোধী অবস্থানই।

ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রাই অনুশীলন করেছেন বর্ণবাদবিরোধী স্লোগান লিখা টি-শার্ট গায়ে দিয়ে। ম্যাচের আগেও হাঁটু গেড়ে বসে বর্ণবাদের বি'রুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দুই দল। পার্ক ডি ফ্রাঁসের গ্যালারি জুড়েও ছিল একাধিক বর্ণবাদবিরোধী ব্যানার।

Back to top button
error: Alert: Content is protected !!