ঘরে পড়েছিল গৃহবধূর লা'শ, স্বামী গেল কই
বগুড়ার শাজাহানপুরে রাশেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লা'শ উ'দ্ধার করেছে পু'লিশ।রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তার ম'রদেহ উ'দ্ধার করে ময়নাত'দন্তের জন্য হাসপাতাল ম'র্গে পাঠানো হয়েছে ।
নি'হত রাশেদা বেগম উপজে'লার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া ফকিরপাড়ার রডমিস্ত্রি গোলজার রহমানের স্ত্রী'। ঘটনার পর থেকে স্বামী গোলজার পলাতক রয়েছে।
গোলজারের মা গো'লাপী বেওয়া জানান, রবিবার সকালে ছে'লেবউ শারীরিকভাবে অ'সুস্থ ছিলেন। অনেক সময় ছে'লে বাড়িতে কখন আসেন কখন যান তা তিনি জানেন না। গতরাতে বাড়িতে এসে ছিলেন কি-না তা-ও তিনি জানেন না।
নি'হত রাশেদা বেগমের ভাই মুকুল হোসেন জানান, রবিবার সকালে তার বোনের ননদ মোবাইল ফোনে বলেন তার বোন মা'রা গেছেন। খবর পেয়ে এসে দেখেন তার বোন মৃ'ত অবস্থায় পড়ে আছেন। গলায় আ'ঘাতের চিহ্ন রয়েছে।
শাজাহানপুর থা'নার ওসি আজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ম'রদেহ উ'দ্ধার করে ময়নাত'দন্তের জন্য হাসপাতাল ম'র্গে পাঠানো হয়েছে। রিপোর্ট ছাড়া মৃ'ত্যুর কারণ বলা যাবে না। তবে ম'রদেহের গলায় আ'ঘাতের চিহ্ন পাওয়া গেছে।