এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা হবে পূর্বাচলে
করো’নাভাই’রাসের কারণে এবার জানুয়ারিতে হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২১। তবে করো’না পরিস্থিতির উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মা’র্চ মাসের যেকোনো দিন উদ্বোধন করা হবে এই মেলা।
আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম’দিবস ১৭ মা’র্চ এ মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের মেলা কত দিনব্যাপী হবে, সে বিষয়ে সরকারের কাছে তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে। ২১ বা ২৫ দিন অথবা দুই মাসব্যাপী হতে পারে এ মেলা। আগারগাঁওয়ে নয়, এবার মেলা হবে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নামের স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্রে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রতিবছর ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু নভেম্বর থেকে করো’নার দ্বিতীয় ওয়েভ আসায় এবারের মেলা মা’র্চে শুরুর প্রস্তাব এসেছে। সবকিছু বিবেচনা করে আগামী মা’র্চে পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনলাইন ও শারীরিক উপস্থিতি- উভ’য় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর বোর্ডসভায় আগামী বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচ এম আহসান, ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বোর্ড কমিটির সভা সূত্রে জানা যায়, করো’না মহামা’রির জন্য আগামী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে না। এজন্য বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী'’ উপলক্ষে আগামী ১৭ মা’র্চ বা ২৬ মা’র্চ বাণিজ্যমেলা উদ্বোধনের জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। যা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলেই মা’র্চে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে করো’নার জন্য কোন প্রসেসে বা কী'’ভাবে মেলা করা হবে সে বিষয়ে আলোচনার জন্য শিগগিরই একটি বৈঠক করা হবে। সেটা হবে প্রধানমন্ত্রী যদি মা’র্চে বাণিজ্যমেলা আয়োজনের সম্মতি দেন তাহলে।
এ বিষয়ে ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, করো’নার জন্য এবার আম’রা জানুয়ারিতে মেলা আয়োজন করতে পারছি না। তবে আনন্দের কথা হলো বাণিজ্যমেলার নিজস্ব কমপ্লেক্স বা বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রটি ৩১ ডিসেম্বর পেয়ে যাবো। তাই প্রধানমন্ত্রীর কাছে আম’রা তারিখ চেয়ে প্রাথমিকভাবে একটি প্রস্তাব পাঠিয়েছি। এখন প্রধানমন্ত্রী যদি সম্মতি দেন তাহলে মেলা আয়োজন করা হবে। আর প্রধানমন্ত্রীর নির্ধারিত তারিখে মেলা উদ্বোধন করা হবে। এজন্য আম’রা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অ’পেক্ষায় আছি। তিনি সিদ্ধান্ত দিলে আম’রা আগামী সপ্তাহে মেলা স্টিয়ারিং কমিটির সভা করে চূড়ান্ত করবো।
করো’নার জন্য মেলা কী'’ভাবে আয়োজন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আম’রা যেহেতু নিজস্ব প্রদর্শনী সেন্টার পেয়ে যাচ্ছি। তাই পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হবে। এখন পর্যন্ত কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। স্টিয়ারিং কমিটির সভায় কী'’ সিদ্ধান্ত হয় সেটা ওপর নির্ভর করছে।
গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর জানুয়ারি ১ তারিখে প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন। কিন্তু এবছর করো’না ভাই’রাসে জন্য মেলা দুই মাস পিছিয়ে মা’র্চে উদ্বোধন করা হতে পারে বলে জানা যায়