হাসপাতা'লে অক্সিজেনের অভাবে দশ মাস বয়সী শি'শুর মৃ'ত্যু

ঠাকুরগাঁও সদর হাসপাতা'লে অক্সিজেনের অভাবে দশ মাসের এক শি'শুর মৃ'ত্যু হয়েছে বলে অ'ভিযোগ করেছে তার পরিবার। চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলারও দাবি স্বজনদের।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে জে'লা সদর হাসপাতা'লে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহরের আশ্রমপাড়ার বাসিন্দা ফয়সাল মাহমুদের মে'য়ে সামাইয়া ফা'লার শ্বা'সক'ষ্ট দেখা দিলে শনিবার (১২ ডিসেম্বর) রাতে জে'লা সদর হাসপাতা'লে ভর্তি করেন। পরে শ্বা'সক'ষ্ট বেড়ে গেলে শি'শুটিকে অক্সিজেন দেওয়ার জন্য নার্স ও চিকিৎসকদের বারবার অনুরোধ করা হলেও কেউ এগিয়ে আসেননি বলে অ'ভিযোগ স্বজনদের।

শি'শুটির মা বলেন, ‘আমা'র বাচ্চার নিঃশ্বা'স নিতে কত ক'ষ্ট হচ্ছিল। অনেকবার অনুরোধ করার পর একজন এসে দেখে বলে অক্সিজেন নাই। এরপর আমি আমা'র সন্তানকে আর বাঁ'চাতে পারলাম না। আমা'র বাচ্চা অক্সিজেনের অভাবে মা'রা গেছে।’

শি'শুটির বাবা বলেন, ‘বাচ্চা এর কিছুক্ষণ আগেও সুস্থ ছিল। মায়ের বুকের দুধ খাচ্ছিল। হঠাৎ করে অক্সিজেনের শর্ট পড়ল। এরপর পুরো হাসপাতা'লে অক্সিজেনের দৌড়াদৌড়ি করেও অক্সিজেন পাই নাই।’

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে শি'শুটির মৃ'ত্যু হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই'রাল হয়। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন চিকিৎসক।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতা'লের শি'শু বিশেষজ্ঞ ডা. শাহ'জাহান নেওয়াজ বলেন, ‘আমাদের সাধ্যমতো আম'রা করেছি। আমাদের আর কিছু করার ছিল না। সিস্টারেরও কিছু করার ছিল না। অক্সিজেন আনতে ১০ মিনিট সময় তো লাগবে। আমাদের তো সেন্ট্রাল অক্সিজেন নাই যে অক্সিজেন সঙ্গে থাকবে।’

অবহেলার বিষয়টি ত'দন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Back to top button
error: Alert: Content is protected !!