বাইডেনের জয় নিশ্চিত করতে বৈঠকে বসছে ইলেক্ট্রোরাল কলেজ

যু'ক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিকতা সারতে বৈঠকে বসতে যাচ্ছেন মা'র্কিন ইলেক্ট্রোরাল কলেজ এর ৫৩৮ প্রতিনিধি। ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার তরফে সোমবার তারা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুযায়ী আকস্মিক দলত্যাগ ছাড়া জো বাইডেন ৩০৬টি ইলেক্ট্রোরাল ভোট পাবেন বলে আশা করা হচ্ছে। অ'পর দিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা'ম্প পেতে পারেন ২৩২টি ভোট।

ইলেক্ট্রোরাল কলেজ প্রতিনিধিদের বৈঠকের মধ্য দিয়ে যু'ক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী উত্তে'জনার অবসান হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের পর নিজের বিপুল পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে জালিয়াতির অ'ভিযোগ এনে বেশ কয়েকটি মা'মলা দায়ের করেন ডোনাল্ড ট্রা'ম্প। তবে এখন পর্যন্ত সেসব মা'মলায় আনা অ'ভিযোগের পক্ষে কোনও গ্রহণযোগ্য প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও ডোনাল্ড ট্রা'ম্প দাবি করেন, সবকিছু শেষ হয়ে যায়নি। সম্ভবত একজন অ'বৈধ প্রেসিডেন্ট যু'ক্তরাষ্ট্রের ক্ষমতায় আসতে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওই সাক্ষাৎকারের পর এক টুইটার পোস্টে মা'র্কিন সুপ্রিম কোর্ট'কে আক্রমণ করে বলেন তার মা'মলাকে সম'র্থন করতে ভ'য় পেয়েছে আ'দালত।

ডোনাল্ড ট্রা'ম্পের হাকডাকের পরও গত ৩ নভেম্বর নির্বাচনের ফলাফল ইতোমধ্যে অনুমোদন করে দিয়েছে ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ন্যুনতম ২৭০টিরও বেশি ইলেক্ট্রোরাল ভোট নিশ্চিত করার পাশাপাশি জো বাইডেন রেকর্ড ৮ কোটি ১৩ লাখ ভোট পেয়েছেন। যা এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের ৫১.৩ শতাংশ। অ'পর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা'ম্প পেয়েছেন ৪৬.৮ শতাংশ বা সাত কোটি ৪২ লাখ ভোট।

তবে যু'ক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সরাসরি ভোটাররা নয় প্রেসিডেন্ট নির্বাচন করেন ভোটারদের মাধ্যমে নির্বাচিত হওয়া ইলেক্ট্রোরাল কলেজ প্রতিনিধিরা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে সোমবার বৈঠকে বসবেন ইলেক্ট্রোরাল কলেজ সদস্যরা।

নির্বাচন প্রক্রিয়া শেষ হলে সোমবার সন্ধ্যায় জো বাইডেন ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

Back to top button
error: Alert: Content is protected !!