১০৩ দেশের জন্য খুলছে ওমানের দরজা

পর্যট'ক টানতে ১০৩টি দেশকে বিনা ভিসায় ১০ দিনের জন্য প্রবেশাধিকার দিতে যাচ্ছে ওমান। দেশটির অর্থনৈতিক খাত দাঁড় করাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মু'সলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি। করো'না মহামা'রিতে বিশ্বের অন্যান্য দেশের মতো ওমানেও অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে।

ভ্রমণ ভিসা পেতে অবশ্যই আগে থেকেই হোটেল বরাদ্দ নিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য বীমা এবং ফিরতি টিকিট কা'টা থাকার শর্ত সাপেক্ষেই মিলবে দেশটিতে প্রবেশের অনুমোদন। ওমানের রয়েল পু'লিশ এক টুইট বার্তায় বি'জ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

গেল সপ্তাহে দেশটির সরকার জানায়, করো'না মহামা'রির কারণে স্থগিত হওয়া ভ্রমণ ভিসা পুনরায় চালু করা হবে। গেল ১ অক্টোবর নিজ দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দেয় ওমান। একইসঙ্গে শ্রমিক ভিসা পুনরায় চালু করে।

নানা কারণে বিগত কয়েকমাস ধরেই রাজস্ব ঘাটতিতে পড়েছে মু'সলিম রাষ্ট্রটি। এতে অনেক শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন। করো'নার সংক্রমণ এড়াতে বন্ধ করে দেয়া হয় আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। এতে প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। পরিস্থিতি স্বাভাবিক করতেই নানা উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।

Back to top button
error: Alert: Content is protected !!