শাহ'জালাল বিমানবন্দর থেকে আরও একটি বো'মা উ'দ্ধার করল বিমান বাহিনী

হযরত শাহ'জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় সোমবার (১৪ ডিসেম্বর) আনুমানিক ১০ ফুট মাটির নীচ থেকে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বো'মা পাওয়া যায়।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বো'মা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বো'মাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে নিরাপদ স্থানে বো'মাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতার সাথে বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য যে, বো'মা বিশেষজ্ঞরা ধারণা করছেন হযরত শাহ'জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রাপ্ত পূর্বের বো'মা'র ন্যায় এই বো'মাটিও ১৯৭১ সালে মুক্তিযু'দ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য যে, গত ৯ ডিসেম্বর একই স্থানে একই ধরনের প্রথম বো'মাটি পাওয়া যায়। সূত্র: আই'এসপিআর

Back to top button
error: Alert: Content is protected !!