‘চরিত্র’ নিয়ে চিন্তায় ফারুকী'’!
সম্প্রতি লেখালেখির আনন্দ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী'’। সেখানে তিনি আশ’ঙ্কা প্রকাশ করেছেন যে, তার চরিত্ররা কখন না জানি তার খোঁজে বের হয়।
‘লেখালেখির আনন্দ অ’পরিসীম! আমি যখন স্ক্রিপ্ট লিখি তখন প্রথম প্রথম চরিত্রগুলারে অনেক দূরের মনে হয়! কুয়াশায় যাদের চেহারা ঠিকমতো দেখা যায় না! আস্তে আস্তে তারা কাছে আসে! এক সময় বারান্দায় এসে বাসা বাঁধে! তারপর ঘরের ভেতর উঁকি মা’রে! তারপর একসময় বেডরুম, বিছানা সবই ওদের দখলে চলে যায়!
আর আমি আমা’রে উনাদের হাওলায় ছাইড়া দিয়া ইয়া নাফসি, ইয়া নাফসি করি!
এই যে মানুষগুলারে যে আমি লিখি, এরা কারা?
আমি এদের লেখি নাকি এরাই আমা’রে লেখে?
শহীদুল জহিরের গল্প নিয়া আমি একটা টেলিফিল্ম বানাইছিলাম চল্লিশ মিনিটের ‘কোথায় পাবো তারে’! সেখানে দেখাইছিলাম শহীদুল জহিরের চরিত্ররা বই থেইকা বাইর হইয়া শহীদুল জহিররে খুঁজতেছে! খুঁজতে বাংলাবাজারেও হানা দিছে! চিন্তায় আছি কবে আমা’র চরিত্রেরা আমা’রে খুঁজতে বাইর হয়!