নোয়াখালীতে বর যাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৬ জনের ম'রদেহ উ'দ্ধার
নোয়াখালীতে বর যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নববধূসহ ৬ জনের ম'রদেহ উ'দ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
হাতিয়া মোরশেদ বাজার পু'লিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক আবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, হাতিয়ার জারন্দি ঘাট থেকে ঢালের চর যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পেরেছে। তবে এখনও অনেকে নি'খোঁজ আছেন। তাদের উ'দ্ধারে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা কাজ করছেন।