পিতৃত্বের পরীক্ষার জন্য ডিয়েগো ম্যারাডোনার ম'রদেহ সংরক্ষণের নির্দেশ

প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ম'রদেহ ‘অবশ্যই সংরক্ষণ’ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার একটি আ'দালত।

হৃদরোগে আ'ক্রান্ত হয়ে গত মাসে মা'রা যান ফুটবলের এই মহাতারকা। রাজধানীর পাশে তার শেষকৃত্য হয় ২৬ নভেম্বর।

কিন্তু ঝামেলা সৃষ্টি হয়েছে তার ছে'লেমে'য়েদের জন্য। স্বীকৃত পাঁচজনের পাশাপাশি আরও ছয়জন তার সম্পত্তি দাবি করছেন।

এদের মধ্যে একজনের নাম মাগালি গিল। ২৫ বছর বয়সী এই তরুণী বলেছেন, দুই বছর আগে তিনি জানতে পারেন ম্যারাডোনা তার ‘বায়োলজিক্যাল ফাদার’।

পিতৃত্ব চ্যালেঞ্জ করে তিনি আ'দালতে ডিএনএ টেস্টের আবেদন করেন।

আ'দালত বলছে, ‘গিলের আবেদনের প্রেক্ষিতে একটি পরীক্ষা হবে। আর এ জন্য ভা'রপ্রাপ্ত প্রসিকিউটর অফিস থেকে ডিএনএ নমুনা পাঠাতে হবে।’

ম্যারাডোনা আর্জেন্টিনায় তার চার সন্তানকে স্বীকৃতি দিয়েছিলেন। আরেক জন ইতালিতে।

ডিএনএ’র জন্য কী'ভাবে নমুনা সংগ্রহ করা হবে, সেটি এখনো স্পষ্ট নয়। ম্যারাডোনার আইনজীবী আগে বলেন, ফুটবলারের ডিএনএ রাখা আছে।

মৃ'ত্যুর পর এসবের পাশাপাশি আরও অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে তার মনোবিদ অগাস্টিনা কোসাচভকে দায়ী করা হয়।

আর্জেন্টাইন মিডিয়ার দাবি, প্রায় প্রতি সপ্তাহেই কোসাচভের ক্লিনিকে ব্যক্তিগত কাউন্সেলিং সেশনের জন্য যেতেন ম্যারাডোনা। করোনা আবহে লকডাউনের সময় সেই সেশনগুলো অনলাইনে হয়েছিল।

ম্যারাডোনার পরিবার বলছে, ফুটবলারের চিকিৎসায় গাফিলতি রয়েছে জেনেও কোসাচভ তথ্য লুকিয়েছেন। কয়েক সপ্তাহ আগে কোসাচভের ক্লিনিক ও বাড়িতে তল্লা'শি চালানো হয়।

Back to top button
error: Alert: Content is protected !!