জা'পানে প্রবল তুষারপাত, বিপর্যস্ত জনজীবন

করো'নাভাই'রাসের (কোভিড-১৯) সংক্রমণের মধ্যেই প্রবল তুষারপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জা'পানের জনজীবন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘরব'ন্দি অবস্থায় দিন কা'টাচ্ছেন দেশটির বহু মানুষ। খবর যু'ক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের।

সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের বরাতে জানা যায়, পরিস্থিতি মোকাবিলার জন্য মন্ত্রীসভা'র জরুরি বৈঠক ডেকেছেন জা'পানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা। কিছু কিছু জায়গায় অবস্থা সামাল দেওয়ার জন্য সে'নাকর্মীদেরও মোতায়েন করা হয়েছে।কিছুদিন হল জা'পানে করো'না ভাই'রাসের সংক্রমণ বাড়ছে। এর ফলে নতুন করে লকডাউন জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। নাগরিকদের খুব বেশি ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ৭২ ঘণ্টায় প্রবল তুষারপাতের ফলে প্রচুর মানুষ গৃহব'ন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে এবার জা'পানের বিখ্যাত সাপ্পোরো স্নো ফেস্টিভ্যাল বাতিল করেছে সরকার। এর মাঝেই গত তিন দিন ধরে প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে নিগাতা ও গুনমা জে'লা। ওই দুটি জে'লার বিস্তীর্ণ এলাকায় সাড়ে ৬ ফুট উচ্চতা পর্যন্ত বরফও পড়েছে।

বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন জা'পানের উত্তর ও পশ্চিমপ্রান্তে বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষ। ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এটসু হাইওয়েতে প্রচুর বরফ পড়ার কারণ প্রায় হাজার গাড়ি আ'ট'কে পড়েছে। তাদের উ'দ্ধার করার জন্য বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) থেকে ওই এলাকায় জা'পানের সে'নাবাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!