তুরস্কে হাসপাতা'লে অ'গ্নিকা'ণ্ড, ৮ জনের প্রা'ণহানি

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে শনিবার একটি হাসপাতা'লে অ'গ্নিকা'ণ্ডের ঘটনায় কমপক্ষে আটজন প্রা'ণ হারিয়েছেন। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতা'লের করো'না ইউনিটে আ'গুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, করো'না রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আ'গুনের সূত্রপাত হয়।

অ'গ্নিকা'ণ্ডের পর সেখানে চিকিৎসাধীন বাকি ১৪ করো'না রোগীকে বিভিন্ন হাসপাতা'লে স্থা'নান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পু'লিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে। প্রা'ণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে ত'দন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এপর্যন্ত করো'নাভাই'রাসে আ'ক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মা'রা গেছেন ১৭ হাজার ৬১০ জন।

দেশটিতে এখনও দুই লক্ষাধিক করো'না রোগী বিভিন্ন হাসপাতা'লে চিকিৎসাধীন।

Back to top button
error: Alert: Content is protected !!