তুরাগ তীরে শেষ হলো জোড় ইজতেমা
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে অনুষ্ঠিত দুইদিনের জোড় ইজতেমা আজ দুপুরে শেষ হয়েছে। মা'ওলানা ফারুক আহমেদের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জোড় ইজতেমা'র কার্যক্রম।
করো'না পরিস্থিতির কারণে এবার মু'সল্লিদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।
তাবলিগের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মু'সলিম জানান, শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে আয়োজিত এ ইজতেমায় ঢাকার কাকরাইল জামে ম'সজিদের পেশ ই'মাম ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি হাফেজ মা'ওলানা জোবায়ের আহমেদের অনুসারী চার জে'লার প্রায় চার হাজারের মতো তিন চিল্লার সাথীরা অংশগ্রহণ করে।
করো'না পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম দফা ও ১৫, ১৬, ১৭ জানুয়ারি দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
টঙ্গী পশ্চিম থা'নার ওসি মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরাম'র্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।