ট্রেনের ধাক্কায় ১২ বাস যাত্রী নি'হতের ঘটনায় দুটি ত'দন্ত কমিটি

জয়পুরহাটে পুরানাপৈল রেলগেট এলাকায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নি'হত হয়েছেন। এ ঘটনায় রেলওয়ে ও জে'লা প্রশাসন থেকে দুটি ত'দন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ জানান, ট্রেনের ধাক্কায় নি'হত বাস যাত্রীরা হলেন- সারোয়ার হোসেন বাবু (৩২), আরিফুর রহমান রাব্বি (৩৪), রমজান আলী (৩৮) , সাজু মিয়া (২৮), শফিকুল ইস'লাম বাবু (৩৫), আবুল লতিফ (২৭), সুমন (১২), মঞ্জুরুল ইস'লাম নাসিম (২৪), রেজাউল করিম রেজা (৪৩), সাইদুল ইস'লাম (৩৪), জুলহাস উদ্দিন (২৫) ও জিয়াউর রহমান (১৯)।

এ ঘটনায় রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে ৪ সদস্যের ত'দন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মক'র্তা নাসির উদ্দিনকে আহ্বায়ক ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী আশিস কুমা'র, বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম ও বিভাগীয় মেডিকেল অফিসার শাকিল আহমেদকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে ত'দন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রাথমিকভাবে গেটম্যানের দায়িত্বে অবহেলা পাওয়ায় রহমান ও মঞ্জুরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে ত'দন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ।

অ'পরদিকে জে'লার অ'তিরিক্ত জে'লা ম্যাজিস্ট্রেট মোহা. রেজা হাসানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট ত'দন্ত কমিটি গঠন করেছে জে'লা প্রশাসন। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান জে'লা প্রশাসক মো. শরীফুল ইস'লাম।

Back to top button
error: Alert: Content is protected !!