সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে প্রে'মের টানে বাংলাদেশে আসা সেই ভা'রতীয় যুবক
সম্প্রতি প্রে'মের টানে বাংলাদেশে এসে মা'রধরের শিকার হওয়া ভা'রতের তামিলনাড়ুর যুবক প্রে'মকান্ত ঢাকায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে আইনি পরাম'র্শ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার ১১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট নিশাত ফারজানা নিপার চেম্বারে যান তিনি।
এরপর অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট নিশাত ফারজানা নিপা গণমাধ্যমকে বলেন, ‘প্রে'মকান্ত আইনি পরাম'র্শের জন্য আমাদের কাছে এসেছিলেন। আম'রা মনে করি, তিনি বিদেশি হলেও বাংলাদেশে তার আইনের আশ্রয় লাভের অধিকার আছে।’