আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আরও বড় বড় কাজ হবেঃ পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সুনামগঞ্জবাসীর সিংহদ্বার রানীগঞ্জ সেতুটি জে'লাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেতুর কাজ শেষ হওয়ায় খুব ভালো লাগছে। আগামী মাসে সেতুটি উদ্ধোধন করার আশা ব্যক্ত করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আরও বড় বড় কাজ হবে।
বুধবার (১০ আগষ্ট) দুপুরে পরিকল্পনা মন্ত্রী আকস্মিক রানীগঞ্জ সেতু পরিদর্শনে যান। এসময় তিনি এসব কথা বলেন। কুশিয়ারা নদীর ওপর নির্মিত রানীগঞ্জ সেতুর মাঝের অংশ জোড়া লাগায় তিনি পায়ে হেঁটে পুরো সেতু পারাপার করেন।
মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, সুনামগঞ্জবাসীর সিংহদ্বার এই সেতুটি বাস্তবায়িত হওয়া জে'লাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় এটি বাস্তবায়িত হলো।
উল্লেখ্য, ২০১৭ সালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তি প্রস্তর স্হাপন করেন। ৭০২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার বক্স গার্ডার সেতুটি দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। সেতুটি চালুর পর সুনামগঞ্জ থেকে ঢাকার দুরত্ব কমবে ৮০ কিলোমিটার।