আহা কী' পবিত্র দুটি দৃশ্য : শাওন
পরপর দুটি সিনেমায় বাজিমাত করেছেন অ'ভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারে সুবাতাস বইছে তার। ব্যক্তিজীবনেও সুখের সময় পার করছেন। রাজ-পরীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছে'লের নাম রেখেছেন শাহীম মুহাম্ম'দ রাজ্য।
এদিকে রাজের অ'ভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগামাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অ'ভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
রাজ-পরী-রাজ্যের ছবি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, “আহা কী' পবিত্র দু’টি দৃশ্য! অ'ভিনন্দন, ভালোবাসা এই মানব মানবী আর তাদের শি'শুটির জন্য।”
প্রসঙ্গত, গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর এভা'রকেয়ার হাসপাতা'লে ভর্তি হন পরীমণি। এদিন বিকেল ৫টা ৩৬ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছে'লেকে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। নবজাতকের জন্য দোয়া চেয়েছেন তারা।