ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লা'শ উ'দ্ধার, স্বামী আ'ট'ক
নাটোরে সেই কলেজছাত্রকে বিয়ের প্রায় ৬ মাসের মা'থায় শিক্ষিকার ম'রদেহ উ'দ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রকে আ'ট'ক করেছে পু'লিশ।
রোববার (১৪ আগস্ট) সকালে তাকে আ'ট'ক করা হয়েছে। এর আগে একই দিন সকাল ৭টার দিকে শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লা'শটি উ'দ্ধার করা হয়। তবে গত ৩১ জুলাই তাদের বিয়ের বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় বিয়ের খবরটি ভাই'রাল হয়। এতে সারা বাংলাদেশে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
নি'হত শিক্ষিকা মোছা. খাইরুন নাহার গুরুদাসপুর উপজে'লার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মে'য়ে এবং উপজে'লার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
আ'ট'ককৃত ব্যক্তির নাম মামুন (২২)। তিনি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, গুরুদাসপুর উপজে'লার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। তার রাজশাহীর বাঘায় প্রথম বিয়ে হয়েছিল। পারিবারিক কলহে সংসার বেশি দিন টেকেনি তার। তবে ওই ঘরে একটি সন্তান রয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের পরিচয় হয় মামুন হোসেনের সঙ্গে। এরপর থেকে গড়ে ওঠে প্রে'মের স'ম্পর্ক। একপর্যায়ে ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা।
নাটোর সদর থা'নার ওসি নাসিম আহমেদ জানান, ম'রদেহ উ'দ্ধারের জন্য পু'লিশ পাঠানো হয়েছে। ময়নাত'দন্তের পর বিস্তারিত জানা যাবে।