ভা'রতের হরর সিনেমা দেখে পুনর্জন্ম পেতে গায়ে আ'গুন দিল যুবক, পরাম'র্শ দিয়ে যান বাবাকেও

এবার দক্ষিণী হরর সিনেমা দেখে অনুপ্রা'ণিত হয়ে গায়ে আ'গুন দিয়ে আত্মহ'ত্যা করেছেন ভা'রতের এক যুবক। রেণুকা প্রসাদ (২৩) নামের ওই যুবক কর্নাট'কের টুমাকুরু জে'লার বাসিন্দা। পরিবারের দাবি, দক্ষিণী সিনেমা ‘অরুন্ধুতী’ দেখে পুনর্জন্ম পেতে এই ঘটনা ঘটিয়েছেন রেণুকা। মৃ'ত্যুর সময় নিজের বাবাকেও তিনি একই পরাম'র্শ দেন বলে জানা গেছে।

এদিকে ভা'রতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, টুমাকুরুর মধুগিরি অঞ্চলের গিদ্দইআনাপাল্য গ্রামে বাবা-মায়ের সাথে থাকতেন রেণুকা। সিনেমা দেখার অদ্ভুত এক নে'শা ছিল তার। দক্ষিণী তারকা আনুষ্কা শেট্টি অ'ভিনীত ‘অরুন্ধতী’ ছবিটি বহুবার দেখেছেন তিনি। এর আগে ওই ছবির বিভিন্ন চরিত্রে একা একা অ'ভিনয় করতেন বলেও জানা গেছে।

ওই ছবির এক পর্যায়ে দেখা যায়, একটি চরিত্র আত্মহ'ত্যা করে পুনর্জন্ম লাভ করে। এরপর সে আগের জন্মের শত্রুদের উপর প্রতিশোধ নেয়। সেই কাহিনী থেকে অনুপ্রা'ণিত হয়েই রেণুকা নিজের গায়ে প্রায় ২০ লিটার পেট্রল ঢেলে আ'গুন লাগিয়ে আত্মহ'ত্যা করেছেন বলে পরিবারের দাবি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৃ'ত্যুর সময় চি'ৎকার করে একই কাজ নিজের বাবাকেও করতে পরাম'র্শ দিচ্ছিলেন রেণুকা। এ ঘটনায় এফআইআর দায়ের করে ত'দন্ত শুরু করেছে পু'লিশ। ওই যুবক ২০ লিটার পেট্রল কোথায় পেয়েছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Back to top button
error: Alert: Content is protected !!