সেই শিক্ষিকার দাফন সম্পন্ন
নাটোরে কলেজ ছাত্রকে বিয়ে করে সারাদেশে ভাই'রাল সহকারী অধ্যাপক খায়রুন নাহারের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাতে এশার নামাজের আগে শিক্ষিকার গ্রামের বাড়ি গুরুদাসপুর উপজে'লার খামা'র নাচকৌর এলাকার আবু বক্কর সিদ্দিকী' কওমী মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে ম'রদেহ গ্রামের বাড়িতে এলে স্থানীয়রা এক পলক দেখবার জন্য ভিড় করেন। অনেকে কা'ন্নায় ভেঙে পড়েন অনেকের চোখ ছলছল করতে দেখা গেছে।
গুরুদাসপুর থা'নার কর্মক'র্তা ওসি মোঃ আব্দুল মতিন এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পু'লিশের সহায়তায় ম'রদেহ ঐ শিক্ষিকার বাবার বাড়ি খামা'র নাচকৌর এলাকার জানাজা শেষে রাতেই দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে খুবজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার ময়না ত'দন্ত সম্পন্ন হয়। প্রাথমিকভাবে লা'শের শরীরে আ'ঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। শ্বা'সরোধ হওয়ার কারণেই তার মৃ'ত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
নাটোর আধুনিক সদর হাসপাতা'লে লা'শের ময়নাত'দন্তকারী চিকিৎসক (আরএম্ও) সামিউল ইস'লাম শান্ত জানান, শিক্ষিকা খায়রুন নাহারের লা'শের ময়নাত'দন্ত সম্পন্ন হয়েছে। লা'শের শরীরে আ'ঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। শ্বা'স রোধ হওয়ার কারণেই তার মৃ'ত্যু হয়েছে। তারপরও ভিসেরা রিপোর্ট আসলে আরও বিস্তারিত জানা যাবে। বিষয়টি গুরুত্ত্বসহকারে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে ময়না ত'দন্ত করা হয়।