এক লাফে মুরগির দাম বাড়ল ৮০ টাকা, ভোগান্তিতে সাধারণ মানুষ
এবার এক লাফে ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। তবুও বাজারে মিলছে না পর্যাপ্ত মুরগি। আকস্মিক মূল্যবৃদ্ধি ও সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন হবিগঞ্জের ক্রেতারা। বিশেষ করে পারিবারিক অনুষ্ঠান আয়োজনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে কয়েকদিন আগেও হবিগঞ্জের বাজারে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে মিলতো ব্রয়লার। এখন তা হয়েছে প্রায় ২০০। হঠাৎ মুরগির মাংসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজারেও দেখা দিয়েছে সংকট। পারিবারিক অনুষ্ঠানসহ নিত্য খাবার নিয়ে বিড়ম্বনা বেড়েছে সাধারণ মানুষের।
এ ব্যাপারে পাইকাররা বলছেন, খামা'রিরা মুরগি উৎপাদন কমিয়ে দিয়েছেন। এতে সংকটে পড়েছেন তারাও। তবে খামা'রিদের দাবি, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বাড়ার প্রভাব পড়েছে দামে। লোডশেডিংয়ের কারণেও বেড়েছে ব্যয় বলে অ'ভিযোগ করছেন খামা'রিরা। সবমিলিয়ে চরম অস্থির হয়ে উঠেছে পোল্ট্রি শিল্প।