আ'ঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়নাত'দন্তে, দাফন সম্পন্ন

নাটোরের গুরুদাসপুর উপজে'লার গুরুদাসপুর এম হক কলেজের শিক্ষিকা খাইরুন নাহারের ময়নাত'দন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। ওই শিক্ষিকার বাবার বাড়ি খামা'র নাচকৈড় এলাকার আবু বকর সিদ্দিকী' কওমী মাদ্রাসা মাঠে জানাজা সম্পন্ন হয়। পরে খামা'র নাচকৈড় কবরস্থানে তাকে দাফন করা হয়। রোববার (১৪ আগস্ট) এশার নামাজের পর বাবার বাড়ির এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুরদাসপুরের থা'নার ওসি আব্দুল মতিন ও চাঁচকৈড় পৌর কাউন্সিলর শেখ সবুজ।

নাটোর সদর থা'নার ওসি (ত'দন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার বিকালে ম'রদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ওই সময় ম'রদেহের গলায় একটি দাগ ছাড়া অন্য কোনো জ'খম বা আ'ঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে নাটোর সদর হাসপাতা'লে ময়নাত'দন্ত শেষে পরিবারের কাছে ম'রদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থা'নায় অ'পমৃ'ত্যু মা'মলা হয়েছে।

নাটোর আধুনিক সদর হাসপাতা'লে ময়নাত'দন্তকারী চিকিৎসক (আরএমও) সামিউল ইস'লাম জানান, শিক্ষিকা খায়রুন নাহারের শরীরে আ'ঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শ্বা'সরোধ হওয়ার কারণেই তার মৃ'ত্যু হয়েছে। তারপরও ভিসেরা রিপোর্ট আসলে আরও বিস্তারিত জানা যাবে। বিষয়টি নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে ময়নাত'দন্ত করা হয়।

Back to top button
error: Alert: Content is protected !!