উত্তরায় প্রাইভেট'কার কে'টে ৫ ম'রদেহ উ'দ্ধার
আজ রাজধানীর উত্তরায় প্রাইভেট'কারের উপর ফ্লাইওভা'রের গার্ডার পড়ার ঘটনায় প্রাইভেট'কার কে'টে ৫ ম'রদেহ উ'দ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আ'হত হয়েছেন আরো দুইজন। আজ সোমবার রাত ৮টার দিকে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে লা'শগুলো উ'দ্ধার করা হয়। এর আগে বিকেলে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘ'টনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থা'নার ওসি মোহাম্ম'দ মোহসীন। তিনি জানান, ক্রেন দিয়ে গার্ডার সরানোর সময় প্রাইভেট'কারের উপর পড়ে। প্রাইভেট'কারের ভেতর থেকে দুইজনকে আ'হত অবস্থায় উ'দ্ধার করা হয়েছে। পাঁচজনের লা'শ উ'দ্ধার করা হয়েছে। কিভাবে এ দুর্ঘ'টনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরো জানান, প্রাইভেট'কারটিতে ৭ জন ছিলেন। তারা একই পরিবারের সদস্য। গার্ডার ছিট'কে পড়ার পর দুজন বেরিয়ে যান, তারাও আ'হত হয়েছেন। বাকি পাঁচজন ঘটনাস্থলে গাড়ির মধ্যেই মা'রা গেছেন।
জানা গেছে, শরীয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা রিয়া মনির সঙ্গে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রিয়ার বাবা মো. রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘ'টনা ঘটে। আ'হত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতা'লে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশে যানবাহন চলাচল করে। উড়াল সড়কের একটি গার্ডার ক্রেনে স্থা'নান্তর করার সময় চলতে থাকা প্রাইভেট'কারের ওপরে পড়ে যায়। প্রকা'ণ্ড ওই গার্ডারের চাপে থেঁতলে যায় প্রাইভেট'কারটি। গাড়ির ভেতরে যারা ছিলেন তাদের র'ক্তাক্ত অবস্থায় টেনে বের করে স্থানীয়রা। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত গার্ডার সরানো হয়েছে। উ'দ্ধার কাজ শেষ হয়েছে।