এবার বাবার জন্য পাত্রী চেয়ে ছে'লের স্ট্যাটাস
এবার নওগাঁর সাপাহারে মনিরুল ইস'লাম নামে এক যুবক তার বাবার জন্য পাত্রী চেয়ে স্ট্যাটাস দিয়েছেন। আজ সোমবার ১৫ আগস্ট দুপুরের দিকে মনিরুল তার নিজস্ব ফেসবুকে বাবার ছবি দিয়ে এই স্ট্যাটাস দেন।
তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, আমা'র মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃ'ত্যুবরণ করেন। সেই থেকে আমা'র বাবা একাকী'ত্ব ভাবে জীবন যাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর। আম'রা বর্তমানে সাপাহার উপজে'লার মাস্টারপাড়া এলাকায় বসবাস করি।
আমা'র বাবা ইস'লামপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্ম'রত আছেন। আর হয়তো ২ থেকে ৩ বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় তার সেবা যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার। সেজন্য আমি আমা'র বাবার জন্য পাত্রী খুঁজছি।
আর্থিক অবস্থা না থাকলেও চলবে। বয়স ৩৮ থেকে ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে উনার সেবাসহ সাংসারিক কাজ কর্মে সহযোগিতা করতে পারেন। মনিরুল ইস'লাম একটি দৈনিক পত্রিকার সাপাহার উপজে'লা সংবাদদাতা হিসেবে কাজ করছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।