হোস্টেল থেকে সংগীতশিল্পী আঁচলের ম'রদেহ উ'দ্ধার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছা'ত্রী প্রতিশ্রুতিশীল শিল্পী আঁচল সাহার ঝুলন্ত লা'শ উ'দ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর ভাটারা থা'না এলাকার একটি মহিলা হোস্টেল থেকে তার লা'শ উ'দ্ধার করে পু'লিশ। নি'হত আঁচল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছা'ত্রী ছিলেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমা'র সাহার মে'য়ে।

আজ সোমবার রাতে ভাটারা থা'নার এসআই রিয়াদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে রাতে বাসার দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত লা'শ উ'দ্ধার করি। পরিবারের বরাতে তিনি বলেন, আঁচল আইফোন ব্যবহার করতেন। সেটি হারিয়ে যাওয়ায় নতুন একটি আইফোনের জন্য মায়ের কাছে বায়না ধরেন। তার বাবা নেই। মোবাইল কিনে দিতে একটু সময় চেয়েছিলেন তার মা। এরপরও মোবাইল কিনে দিতে তার মাকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে মা-মে'য়ের মধ্যে মনোমালিন্য হয়। এ কারণে তিনি আত্মহ'ত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থা'নায় একটি অ'পমৃ'ত্যুর মা'মলা করেছেন আঁচলের মা নীলা সাহা।

জানা যায়, নি'হত আচল একজন ভালো সঙ্গীত ও নৃত্যশিল্পী ছিলেন। তিনি ভালো কবিতা আবৃত্তি করতেন। উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আঁচল নাচগান পরিবেশন করতেন। শি'শুবেলায় তিনি উল্লাপাড়ার কচিকাঁচার মেলা সংগঠনের সঙ্গে যু'ক্ত ছিলেন। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্ন স্থানে সঙ্গীত ও নাচ পরিবেশন করে প্রচুর খ্যাতি অর্জন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও আঁচল নাচগান করতেন।

Back to top button
error: Alert: Content is protected !!