কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে গেল ৩ পর্যট'ক, টাকা না দেয়ায় উ'দ্ধারে অনিহা

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে স্রোতের টানে তিনজন পর্যট'ক ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে দুজনকে উ'দ্ধার করে কক্সবাজার সদর হাসপাতা'লে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মা'রুফ আহমেদ (১৯) নামে একজন নিখোঁজ রয়েছেন। তাকে উ'দ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন কক্সবাজার জে'লা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মক'র্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। মা'রুফ আহম'দ গাজীপুরের কাপাসিয়া উপজে'লার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছে'লে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী।

উ'দ্ধার হওয়া দুইজন হলেন- গাজীপুরের জয়দেবপুরের হারুন মিয়ার ছে'লে শাওন হোসেন (২০) এবং ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছে'লে মাসুম (২০)। তারা কাপাশিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, রবিবার রাতে তারা তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। আজ দুপুরে তারা সৈকতে ঘুরতে গিয়ে গোসলে নামেন। এ সময় তারা স্রোতের টানে ভেসে যাওয়ার উপক্রম হয়। সে সময় সৈকতে চলাচলকারী জেট-স্কি চালকের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু টাকা ছাড়া উ'দ্ধার করতে রাজি হননি চালক। পরে তাদের দুজনকে লাইফগার্ড কর্মীরা উ'দ্ধার করতে পারলেও মা'রুফকে উ'দ্ধার করা সম্ভব হয়নি।

ট্যুরিস্ট পু'লিশের কক্সবাজার অঞ্চলের অ'তিরিক্ত পু'লিশ সুপার রেজাউল করিম বলেন, ‘নিখোঁজ পর্যট'ককে উ'দ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। জেট-স্কির চালকের বি'রুদ্ধে টাকা ছাড়া উ'দ্ধার না করার বিষয়টি ত'দন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে, দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও পূর্ণিমা'র প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র উপকূল। ফলে জে'লা প্রশাসন, ট্যুরিস্ট পু'লিশ ও লাইফগার্ড কর্মীরা সৈকতে গোসলে নামতে পর্যট'কদের নিরুৎসাহিত করে আসছেন। কিন্তু অনেক পর্যট'ক নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁ'কি নিয়ে সৈকতে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।

Back to top button
error: Alert: Content is protected !!