বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, টিফিনের টাকা জমিয়ে শাহাদতবার্ষিকী'তে গণভোজ
বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করেছে এক স্কুলছাত্র। নিজের টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী'তে মিলাদ, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাই'রাল হয়েছে।
ওই স্কুলছাত্রের নাম মোহাম্ম'দ সামিউল ইস'লাম খান সোহান। সে পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও ক্যাপ্টেন। সে পৌরশহরের বাগনগর মডেল টাউনের বাসিন্দা এসএম পারভেজ খানের কনিষ্ঠ ছে'লে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যখন থেকে বুঝতে শুরু করেছে তখন থেকেই সামিউল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়। এই ধারবাহিকতায় সে ফেসবুক ও ইউটিউবে ছাত্রলীগের কমিটি গঠন করে। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমেই ভোটাভুটি করে লিডার নির্বাচিত হয়।
মাঝেমধ্যেই সে বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এরই ধারবাহিকতায় টিফিনের জন্য প্রতিদিন একশ টাকা নিত তার মা জান্নাতুল ফেরদৌসী সম্পার কাছ থেকে। স্কুল বন্ধ থাকলেও তাকে ওই টাকা দিতে হতো। কিন্তু এ টাকা খরচ না করে জমাতে থাকে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী'তে সমাজের গরিব দুঃখী মানুষকে ভূরিভোজ করাতে।
সামিউল ইস'লাম খান সোহান জানায়, স্বাধীনতার সময় আমাদের জন্ম হয়নি। তবে ইতিহাস ও বড়দের কাছ থেকে জেনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনবাজি রেখে দেশমাতৃকাকে স্বাধীন করতে মুক্তিযু'দ্ধ শুরু করেন পাক হানাদার বাহিনীর বি'রুদ্ধে। এজন্য তাকে পা'কিস্তানে কারাবরণ করতে হয়েছে। পা'কিস্তান সরকার তার ওপর চালিয়েছে অবর্ণনীয় নি'র্যাতন। দেশ স্বাধীন হওয়ার পর দেশ মাতৃকাকে ঢেলে সাজানোর কোনো সময় না দিয়ে ঘা'তকরা তাকে সপরিবারে খু'ন করে। সেই বিভীষিকাময় মুহূর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তারা প্রা'ণে বেঁচে যান। দেশে থাকলে তাদের নৃ'শংসভাবে হ'ত্যা করা হতো।
সে বলে- সেদিন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ না হলেও আজ তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার মাধ্যমে তার স্বপ্নেরই বাস্তবায়ন হচ্ছে। এজন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান নেতার প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই যত সামান্য অবদান রাখার চেষ্টা করেছি মাত্র। আর এ সবই সম্ভব হয়েছে আমা'র আব্বু ও আম্মুর জন্য। তাদরে সদিচ্ছা না থাকলে আমা'র পক্ষে এ মহৎ কাজ করা মোটেও সম্ভব হতো না।
জান্নাতুল ফেরদৌসী সম্পা বলেন, বুঝতে শেখার পর থেকেই সামিউল বঙ্গবন্ধুকে মনেপ্রা'ণে ভালোবাসে। বঙ্গবন্ধুকে নিয়ে ওর অনেক লেখা রয়েছে। সামিউল কখনই ওর আব্বুর কাছে কোনো টাকা-পয়সা চায় না; যা লাগে আমা'র কাছ থেকেই নেয়। টিফিনের জন্য নিলেও টিফিনের টাকা জমিয়ে আজ যে কাজটি করেছে তাতে গর্বে আমা'র প্রা'ণটা শীতল হয়ে গেছে।