প্রথমে ধাক্কা দেয় সিএনজি এরপর ট্রাক, বাইকবিডির হোস্ট নি'হত

রাজধানীর বনানী ফুটওভা'র ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় জামিল আহমেদ শুভ নামে এক যুবক নি'হত হয়েছেন। তিনি ফেসবুক ভিত্তিক বাইক রিভিউ পেজ বাইকবিডির হোস্ট ছিলেন। সোমবার (১৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে বনানী ফুটওভা'র ব্রিজের নিচে এ দুর্ঘ'টনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভর কয়েকজন বন্ধু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থেকে মহাখালীগামী একটি সিএনজি প্রথমে শুভর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর একটি বড় ট্রাক মোটরসাইকেলটিকে আবার ধাক্কা দিলে শুভ রাস্তায় ছিট'কে পড়ে। এত ঘটনাস্থলেই তিনি মা'রা যান। দ্রুত ঘা'তক ট্রাকটি পালিয়ে যায়।

বনানী থা'নার উপ পরিদর্শক এম শামসুর রহমান জানান, যুবকের ম'রদেহ সোহরাওয়ার্দী হাসপাতা'লে নেয়া হয়। ঘা'তক ট্রাক ও তার চালককে আ'ট'ক করা সম্ভব হয়নি। তবে নি'হতের মোটরসাইকেল থা'নায় নেয়া হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!