চট্টগ্রামে মাকে গু'লি করে মা'রলেন ছে'লে
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে ছে'লের গু'লিতে মায়ের মৃ'ত্যু হয়েছে। নি'হত নারী জাতীয় পার্টির প্রয়াত নেতা ও পটিয়া পৌরসভা'র সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী' জেসমিন আক্তার (৫০)। এ ঘটনার পরপরই পালিয়ে গেছে অ'ভিযু'ক্ত ছে'লে মাইনুদ্দিন মইনুর (৩০)। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজে'লা সদরের সামজার পাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুরের। এ সময় মাকে মা'থায় গু'লি করেন তিনি। পরে স্থানীয়রা জেসমিনকে উ'দ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা'লে নিয়ে গেলে চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।
এদিকে নি'হত জেসমিনের অস্ট্রেলিয়ায় মে'য়ের কাছে যাওয়ার কথা ছিল। মইনুরের স'ন্দেহ ছিলো সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম মাস্টার দীর্ঘদিন পৌর মেয়র ছিলেন। গত মাসে তিনি মা'রা গেছেন। তার এক মে'য়ে ও দুই ছে'লে।
পটিয়া থা'নার পরিদর্শক (ত'দন্ত) রাশেদুল ইস'লাম জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জ'ব্দ করা হয়েছে। তবে অ'ভিযু'ক্ত মইনুর পালিয়ে গেছে। তাকে আ'ট'কের জন্য অ'ভিযান চলছে।