এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করলে দেখবেন দাম কমে গেছে: ওম'র সানী
এবার ডিমের দাম কমাতে এক অ'ভিনব পদ্ধতি শেখালেন চিত্রনায়ক ওম'র সানী। এক সপ্তাহ ডিম কেনা বন্ধ রাখলে দাম এমনই কমে যাবে বলে মনে করছেন তিনি। তাই সবাইকে এক সপ্তাহ ডিম কেনা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন এই তারকা। আজ মঙ্গলবার ১৬ আগস্ট ফেসবুকে ওম'র সানী লেখেন, ‘১ দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ ম'রে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে; চলেন তাই করি।’
এদিকে সেই পোস্টে অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন। ওম'র সানীর মতো একজন তারকা এমন পোস্ট দিয়ে ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলে দিচ্ছেন বলেও দাবি করছেন অনেকে।
এ সময় ওম'র সানীর পোস্টটির নিচে রেজাওয়ানুল হক রাজু নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘প্রিয় অ'ভিনেতা আগে একটা ডিমের উৎপাদন খরচ জানুন তারপরে না হয় এমন পোস্ট দিয়েন। খামা'রিদের কথা চিন্তা করুন। আপনাদের মতো সমাজে পরিচিত লোকদের কাছ থেকে এমন দায়িত্বহীন পোস্ট আসা করি না। আগে যেখানে লেয়ার মুরগীর ফিডের দাম ছিল ১৮০০ টাকা বস্তা সেটা এখন বেড়ে হয়েছে ২৮৯০ টাকা।’
এদিকে তার মন্তব্যের উত্তরে এই অ'ভিনেতা লেখেন, ‘সিন্ডিকে'টের কাছে দেশ জি'ম্মি দাম বাড়লেই পণ্য বয়কট, উচিত শিক্ষা দিন!’ ওম'র সানী আরো লেখেন, ‘আপনাদের কেনার মধ্যে কমফোর্টেবল হতে হবে, অবশ্যই আপনাদের লাভ চাই আম'রা!’ কেউ কেউ আবার ডিম নিয়ে এই তারকার পোস্ট'কে সম'র্থনও জানিয়েছেন।