বরগুনা জে'লা উত্তাল, ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় শোক দিবসে বরগুনা জে'লা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে বরগুনা ছাত্রলীগ একাংশ নেতাকর্মীদের কে পু'লিশের বেধড়ক লা'ঠিচার্জ ও পু'লিশের প্রত্যাহার কৃত এএসপি মহরম আলীর ঔদ্ধত্য আচরণের কারণে বরগুনা জে'লাব্যাপী বি'ক্ষোভ কর্মসূচি পালন করছে বরগুনা জে'লা আওয়ামী লীগ। একই সঙ্গে জে'লার সবকটি উপজে'লায় একই ভাবে বি'ক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরে। এতে উপজে'লা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন অংশটি বাস্তবায়ন করতে রাজপথে অংশগ্রহণ করে।

বরগুনা জে'লা আওয়ামী লীগ অফিস থেকে দলের নেতা কর্মীরা বিকেল থেকে জড় হতে থাকে। সন্ধ্যায় সাতটায় বরগুনা জে'লা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা জে'লা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী বি'ক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল বরগুনা শহর প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাবের নীচে এসে সমাবেশ করে।

সমাবেশে গতকাল বরগুনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মলেনে ছাত্রলীগের নেতাকর্মীদের পু'লিশের লা'ঠিচার্জ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পু'লিশ কে অ'ভিনন্দন জানানো ও পু'লিশের লা'ঠিচার্জে আ'হত নেতা কর্মীরা ছাত্রলীগের এমন বক্তব্য কে প্রত্যাখান করে বরগুনা জে'লা আওয়ামী লীগ তাদেরকে বরগুনা জে'লায় অবাঞ্ছিত ঘোষণা করেন সমাবেশের প্রধানবক্তা বরগুনা জে'লা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির।

সমাবেশে এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বরগুনা জে'লা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর মেয়র এডভোকেট কাম'রুল আহসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন সহ প্রমুখ।

Back to top button
error: Alert: Content is protected !!