মিলাদের মিষ্টি বিতরণ নিয়ে আ.লীগের দুই পক্ষের সং'ঘর্ষ, ৪ জনকে কু'পিয়ে-পি'টিয়ে জ'খম
এবার নড়াইলে মিলাদের মিষ্টি নিয়ে সং'ঘর্ষে স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকর্মীকে কু'পিয়ে জ'খম করেছে আ. লীগের আরেক পক্ষ। গতকাল
মঙ্গলবার ১৬ আগস্ট সন্ধ্যা ৭টার পর সদরের পুরাতন বাস টার্মিনালে জে'লা আ. লীগ কার্যালয়ের সিঁড়িতে এ সং'ঘর্ষ বাধে। এ সময় সং'ঘর্ষে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রিয়াজুল ইস'লাম সজলকে (৩৮) ছু'রি দিয়ে কু'পিয়ে জ'খম করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকলীগ কর্মী তৌহিদুর রহমান সাগর (৪০), মো. ফারুক হোসেন (৪০) ও নাহিদ হোসেন (৩৫) গুরুতর আ'হত হন। আ'হতরা সবাই নড়াইল সদর হাসপাতা'লে ভর্তি আছেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, জে'লা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সন্ধ্যায় জে'লা আ. লীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর মেয়র আঞ্জুমান আরার স্বামী সিদ্দিকুর রহমানের ২য় মৃ'ত্যুবার্ষিকী' পালিত হয়। এজন্য মিলাদের আয়োজন করা হয়। মিলাদ শেষে তবারক নিয়ে জে'লা আ.লীগের উপ-দফতর সম্পাদক বোরহান উদ্দিনের সঙ্গে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রিয়াজুল ইস'লাম সজলের কথা কা'টাকাটি হয়। এবপর্যায়ে সেটি সং'ঘর্ষে রূপ নেয়। পরে রিয়াজুলকে কু'পিয়ে ও পি'টিয়ে জ'খম করা হয়। এ সময় বাহিরে থাকা বোরহান উদ্দিনের লোকজন এসে সং'ঘর্ষে জড়িয়ে আরও কয়েকজনকে আ'হত করে।
এ বিষয়ে জে'লা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইস'লাম উজ্জ্বল বলেন, মিলাদ শেষে অফিসের সামনে চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ করে দেখি অফিসের সামনে হট্টগোল। আমি দ্রুত এসে তাদের ঠেকানোর চেষ্টা করেছি। নড়াইলের পৌর মেয়র ও জে'লা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনজুমান আরা ৪ জন আ'হতের কথা স্বীকার করলেও তবারকের জন্য সং'ঘর্ষের বিষয়টি অস্বীকার করেন এবং ঘটনায় কারা জ'ড়িত তা বলতে রাজী হননি।
এদিকে নড়াইল সদর হাসপাতা'লের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীমূর রহমান বলেন, আ'হতরা সবাই চিকিৎসাধীন আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে সদর থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরে অ'তিরিক্ত পু'লিশ মোতায়েন রয়েছে। অ'ভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।