কুয়াকা'টার সব খাবার হোটেল অনির্দিষ্ট'কালের জন্য বন্ধ ঘোষণা

এবার পটুয়াখালীর কুয়াকা'টায় সব খাবার হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্ট'কালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন কুয়াকা'টা খাবার হোটেল মালিক সমিতি। গতকাল মঙ্গলবার ১৬ আগস্ট দিনগত রাতে কুয়াকা'টার খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি এ ঘোষণা দেন।

এ সময় তিনি জানান, প্রতিদিন নির্বাহী মাজিস্ট্রেট খাবার হোটেলে ভ্রাম্যমাণ আ'দালত পরিচালনা করেন। কিন্তু একই হোটেলে একাধিকবার জ'রিমানা করা হয়। ভ্রাম্যমাণ আ'দালতের নামে আমাদের হয়'রানি করা হচ্ছে। তাই সব হোটেল মালিক একত্রিত হয়ে আম'রা এই সিদ্ধান্ত নিয়েছি। যা বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে কার্যকর হবে।

এদিকে সেলিম জানান, ১১ আগস্ট আল-ম'দিনা নামের একটি হোটেলে ২৫ হাজার টাকা জ'রিমানা করা হয়। তখন ওই হোটেল মালিক তার সমস্যা সমাধানের জন্য ১৫ দিন সময় চেয়ে নেন। কিন্তু ১৬ আগস্ট আবার ওই হোটেলেই ৩০ হাজার টাকা জ'রিমানা করা হয়। হোটেল মালিক জ'রিমানা না দিতে পারায় তাকে অনেকক্ষণ আ'ট'কে রাখা হয়।

এ সময় সভাপতি সেলিম মুন্সি জানান, খাবার হোটেল বন্ধে পর্যট'করা বড় ধরনের সমস্যায় পরার সম্ভাবনা রয়েছে। তাই আশা করবো, প্রশাসন আমাদের বিষয়টি সহ'জ করে দেখলে আম'রা হোটেল খুলে দেবো।

Back to top button
error: Alert: Content is protected !!