আমি সত্যিই মুগ্ধ: নয় মাস পর দেশে ফিরে শাকিব খান

দীর্ঘ ৯ মাস পর ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান দেশে ফিরলেন। আজ বুধবার ১৭ আগস্ট বেলা ১টায় তিনি হযরত শাহ'জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় তাকে স্বাগত জানাতে সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত। বিমানবন্দরের তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলে মিডিয়া অঙ্গনের শাকিবের ঘনিষ্ঠজনরাও।

এদিকে বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এতো মিস করেছেন, ভালো বেসেছেন। আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতো দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’

এর আগে গতকাল ১৬ আগস্ট সকালে বিমানে ওঠার আগে শাকিব খান এক পোস্টে আসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন। ফেসবুকে ভেরিফায়েড পেজে শাকিব খান লেখেন, ‌‘জীবন যখনই আমাকে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমা'র লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যু'ক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমা'র জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতো। এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

বিগত সময় নিয়ে তিনি আরও বলেন, ‘এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁ'ধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল!’

Back to top button
error: Alert: Content is protected !!