মা কলকাতায়, ছে'লে জয় বাবা শাকিবের কাছে থাকা নিয়ে যা বললেন অ'পু বিশ্বা'স

দীর্ঘ নয় মাস যু'ক্তরাষ্ট্রে থাকার পর আজ দেশে ফিরেছেন শাকিব খান। নায়ককে বরণ করে নিতে হযরত শাহ'জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হোন এই নায়কের শতাধিক ভক্ত।

এ সময় বিমানবন্দরে শাকিব খানের প্রাক্তন স্ত্রী' চিত্রনায়িকা অ'পু বিশ্বা'সকেও দেখা যায়! কারণ তিনি আজ দেশ ছেড়ছেন। গেলেন কলকাতায়।

জানা গেছে, কলকাতায় মুক্তি পাচ্ছে অ'পু বিশ্বা'স অ'ভিনীত সিনেমা ‘আজকের শর্ট'কাট’। মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণায় অংশ নিতেই কলকাতায় যাওয়া যার। তাই বিমানে উড়তেই এয়ারপোর্টে এই নায়িকা।

এ বিষয়ে আরো জানা যায়, অ'পু বিশ্বা'স দেশে ফিরবেন আগামী ২৫ আগস্ট। এর মধ্যে ৫ থেকে ৭ দিন ছে'লে আব্রাম খান জয় শাকিব খানের কাছেই থাকবেন বলে জানালেন।

অ'পু বিশ্বা'স বলেন, আমা'র অ'ভিনীত প্রথম কলকাতার সিনেমা মুক্তি পাচ্ছে। তাই কলকাতায় যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি সিনেমা'র প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমা'র প্রথম কলকাতার সিনেমা।

জয়কে কার কাছে রেখে যাচ্ছেন? এমন প্রশ্নে অ'পু বিশ্বা'স বলেন, আজ ছে'লের বাবা দেশে ফিরেছ। পাঁচ-সাতদিন তো বাবার কাছেই থাকবে। বাবাকে ওর বেশ পছন্দ। বাবা ফিরবে বলে সেও এক্সসাইটেড। আমা'র ছে'লে এক্সাইটমেন্ট'কে আমিও বেশ গুরুত্বসহকারে নেই।

কলকাতার কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আজকের শর্ট'কাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অ'পু বিশ্বা'সের বিপরীতে অ'ভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো অ'ভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

Back to top button
error: Alert: Content is protected !!