কুমিল্লায় অ'জ্ঞাত গাড়ির চাপায় দাখিল পরিক্ষার্থী ৩ ছাত্রের মৃ'ত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে অ'জ্ঞাত গাড়ির চাপায় তিন সিএনজি অটোরিকশার যাত্রী নি'হত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজে'লার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘ'টনা ঘটে।
নি'হতরা হলেন, ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছে'লে লিমন, সদর উপজে'লার দূর্গাপুরের হানিফ মিয়ার ছে'লে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছে'লে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী।
পু'লিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘ'টনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নি'হত অবস্থায় পরে ছিল। ধারণা, করা হচ্ছে কোনো ভা'রী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদ্রাসা ছাত্ররা নি'হত হয়। ঘা'তক গাড়ি ও চালক পালিয়ে যায়। দুর্ঘ'টনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নি'হতদের ম'রদেহ উ'দ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পু'লিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।