রাতে গাড়িচাপায় অটোরিকশার তিন মাদরাসাছাত্র নি'হত

কিছুতেই জেনো থামছে না সড়ক দূর্ঘটনায় মৃ'ত্যুর মিছিল। একের পর এক দূর্ঘটনা হতেই চলেছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অ'জ্ঞাত গাড়িচাপায় নি'হত হয়েছেন তিন অটোরিকশা যাত্রী।

বুধবার (১৭ আগস্ট) রাত ৯টায় চৌদ্দগ্রাম উপজে'লার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘ'টনা ঘটে। নি'হতরা হলেন- ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছে'লে লিমন, দূর্গাপুরের হানিফ মিয়ার ছে'লে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছে'লে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী।

পু'লিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘ'টনাকবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নি'হত অবস্থায় পড়েছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভা'রী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদরাসা ছাত্ররা নি'হত হয়। ঘা'তক গাড়িটি পালিয়ে গেছে। দুর্ঘ'টনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নি'হতদের ম'রদেহ উ'দ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পু'লিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!