সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী, ছিল না অ'ভিজ্ঞতা

সম্প্রতি রাজধানীর উত্তরায় প্রাইভেট'কারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ৫ মা'রা গেছেন সেই ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তার নাম রাকিব হোসেন (২৩)। র‌্যা'­ব বলছে, রাকিব হোসেনের ক্রেন চালানোর কোনো অ'ভিজ্ঞতা ছিল না। আবার মূল চালক আল আমিনের হালকা যান চালানোর লাইসেন্স থাকলেও ভা'রী যানের লাইসেন্স ছিল না

আজ বৃহস্পতিবার ১৮ আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যা'­বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ক্রেনের মূল চালক ছিলেন আল আমিন। তার হালকা যানের লাইসেন্স থাকলেও ভা'রী যানের লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন আল আমিনের সহকারী রাকিব হোসেন। সে সময় আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন।

গত সোমবার ১৫ আগস্ট বিকেলে উত্তরা জসীম উদদীন এলাকার আড়ংয়ের সামনে ওই দুর্ঘ'টনা ঘটে। পরে ক্রেন চালককসহ তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রে'ফতার করে র‌্যা'­ব। গতকাল বুধবার ১৭ আগস্ট রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রে'ফতার করা হয়।

Back to top button
error: Alert: Content is protected !!