সৌদিতে কর্মস্থলে দুর্ঘ'টনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃ'ত্যু
সৌদিআরব রাজধানী রিয়াদে মেহেদী হাসান মুন্না (২৫)নামে বাংলাদেশি এক যুবক নিজ কর্মস্থলে কাজ করা অবস্থায় দুর্ঘ'টনায় মা'রা গেছেন ।
লক্ষ্মীপুর জে'লার রায়পুর উপজে'লার পূর্ব চরপাতা হাজী বাড়ির শাহআলম মিয়ার ছোট ছে'লে মেহেদী হাসান মুন্না সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পানির কোম্পানিতে কর্ম'রত ছিলেন । ২০১৮ সালে তিনি সৌদিআরবে পাড়ি জমান ।
গত ১৩ই আগষ্ট সকালে প্রতিদিনের ন্যায় কাজ করছিলেন মেহেদি হাসান মুন্না,গাড়িতে পানি লোড করার সময় গাড়ির পিছনের দরজা ভেঙ্গে মুন্নার ঘাড়ে এসে পড়ে । সঙ্গে সঙ্গে মুন্নাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসকগন সকল পরিক্ষা নিরিক্ষা করে নিশ্চিত হন যে গাড়ির দরজার আ'ঘাতে মুন্নার ঘাড়ের প্রচন্ড আ'ঘাত প্রাপ্ত হয়ে ঘাড় ভেঙে গেছে, ৫ দিন আইসিউতে থাকা অবস্থায় গতকাল মৃ'ত্যু বরণ করেন ।
মেহেদী হাসান মুন্নার এই ম'র্মা'ন্তিক মৃ'ত্যুতে কর্মস্থলসহ নিজ এলাকা রায়পুরে শোকের মাতম চলছে, উক্ত রেমিট্যান্স যোদ্ধার মৃ'ত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ ও তার বিদায়ী আত্মা'র মাগফেরাত কামনা করেন ।