তৃতীয় সন্তানের মা হচ্ছেন ঈশিকা
এক সময়ের ছোট পর্দার অ'ভিনেত্রী ঈশিকা খান স্বামী-সন্তান নিয়ে যু'ক্তরাজ্যে অবস্থান করছেন। দুই সন্তানের জননী ঈশিতার কোল জুড়ে আসছে তৃতীয় সন্তান।
যু'ক্তরাজ্যে থেকে বিষয়টি জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যম ফেসবুকে ঈশিকা তার বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে তার বেবি বাম্প স্পষ্ট। ছবির ক্যাপশনে এই অ'ভিনেত্রী লেখেন, ‘মাতৃত্ব: সমস্ত ভালোবাসা শুরু হয় এবং সেখানেই শেষ হয়’।
এ অ'ভিনেত্রী আরো জানান, এখন ২৭ সপ্তাহ চলছে। আপাতত সন্তান আগমনের অ'পেক্ষায় দিন গুণছেন তিনি।
ঈশিকা অ'ভিনয়ের পাশাপাশি করেছেন উপস্থাপনাও। ক্যারিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে তখন হঠাৎ করে ২০১৬ সালের ৩১ মা'র্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর স্বামীর সঙ্গে যু'ক্তরাজ্যে পাড়ি জমান এ অ'ভিনেত্রী। তার ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।
অমিতাভ রেজার নির্দেশনায় ঈশিকা প্রথম একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর থেকে বিয়ের আগ পর্যন্ত নিয়মিত অ'ভিনয়ে সক্রিয় ছিলেন তিনি।