‘নারী উস্কানিমুলক পোশাক পরলে যৌ'ন হয়'রানির মা'মলা আমলে নেয়া হবে না’

নারী যদি ‘উস্কানিমূলক পোশাক পরেন’ তাহলে যৌ'ন হয়'রানির অ'ভিযোগ আমলে নেয়া হবে না। ভা'রতের কেরালার এক আ'দালত বুধবার এমন কথা বলেছে। উল্লেখ্য, সেখানে সমাজকর্মী ও লেখক সিভিক চন্দ্রনের বি'রুদ্ধে একজন যুবতী লেখিকাকে ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি নন্দি সমুদ্র সৈকতে যৌ'ন হয়'রানির অ'ভিযোগ আছে। এ অ'ভিযোগে তাকে জামিন অনুমোদন করে আ'দালত ওই মন্তব্য করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

জামিন আবেদনের সঙ্গে ৭৪ বছর বয়সী সিভিক চন্দ্রন আ'দালতের সামনে অ'ভিযোগকারীর কিছু ছবি উপস্থাপন করেন। রায় ‘রিজার্ভ’ রেখেই কোজিকোড়ি সেশন কোর্ট বলেছে, ওই নারী ‘যৌ'ন উস্কানিমুলক পোশাক পরেছিলেন’। অ'ভিযু'ক্ত ব্যক্তি জামিন আবেদনের সঙ্গে যেসব ছবি উত্থাপন করেছেন তাতে দেখা যায়, অ'ভিযোগকারী নিজেই পোশাক পরে নিজেকে ‘এক্সপোজ’ করেছেন। এগুলো যৌ'ন উস্কানি হিসেবে বিবেচনা করা যায়। তাই অ'ভিযু'ক্তের বি'রুদ্ধে দ'ন্ডবিধির ৩৫৪এ ধারা ব্যবহার করা যায় না।

৭৪ বছর বয়সী সিভিক চন্দ্রনের বি'রুদ্ধে অ'ভিযোগ আ'দালত বিশ্বা'স করে না বলে বলা হয়। একই সঙ্গে তার শারীরিক যে অবস্থা তাতে তিনি অন্য জনের ওপর শক্তি প্রয়োগ করতে পারেন না বলে মনে করে আ'দালত।

‘যদি ধরেও নেয়া হয় যে, সেখানে শারীরিক স'ম্পর্ক হয়েছিল, তবু এটা বিশ্বা'স করা অসম্ভব যে- ৭৪ বছর বয়সী একজন পুরুষ, যিনি শারীরিকভাবে অক্ষম, তিনি শক্তি প্রয়োগ করতে পারেন। ফলে তার ওপর অ'ভিযোগ টেকে না।

অ'ভিযোগকারী নারীর মতে, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি নন্দি সমুদ্র সৈকতে একটি ক্যাম্প আয়োজন করেছিলেন সিভিক চন্দ্রন। সেখানে জো'রপূর্বক তাকে একটি নির্জন স্থানে নিয়ে যান সিভিক চন্দ্রন এবং তাকে অনভিপ্রেতভাবে স্প'র্শ করেন। এ বছর ২৯ শে জুলাই সিভিক চন্দ্রনের বি'রুদ্ধে এই মা'মলা রেজিস্ট্রি করে পু'লিশ।

সিভিক চন্দ্রনের আইনজীবীদের দাবি, এই মা'মলা ভু'য়া। অ'ভিযু'ক্ত ব্যক্তির শত্রুরা এই মা'মলা সাজিয়েছে। তারা প্রশ্ন রাখেন, ঘটনা ২০২০ সালে ঘটলেও কেন কমপক্ষে দুই বছর পরে মা'মলা রেজিস্ট্রি করা হলো।

Back to top button
error: Alert: Content is protected !!