জিয়া জীবনে কোনো দিন রাজনীতি করেননি: জয়
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জীবনে কোনো দিন রাজনীতি করেননি বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন ছাত্রলীগ সভাপতি।
জয় আরও বলেন, ‘এই দেশে পা'কিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, পা'কিস্তানি শাসনতন্ত্র কায়েক করার উদ্দেশ্যে খু'নি জিয়ারা বঙ্গবন্ধুকে হ'ত্যা করে। যেখানে পা'কিস্তানিরা কখনো সাহস পায়নি বঙ্গবন্ধুকে হ'ত্যা করার, সেখানে খু'নি জিয়া, এই মীর জাফর আমাদের জাতির পিতাকে হ'ত্যা করে। ক্ষমতার লো'ভ তাদের আঁকড়ে ধরেছিল। এই জিয়াউর রহমান জীবনে রাজনীতি করেনি। আমি বলব, তিনি তথাকথিত মুক্তিযোদ্ধা।’
এ সময় ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘যে ষড়যন্ত্র করবে, তাদের মাঠে প্রতিহত করা হবে। খেলা হবে তাদের বি'রুদ্ধে, যারা বাংলাদেশকে মেনে নিতে পারে না। এই খেলা হবে তাদের বি'রুদ্ধে, যারা জননেত্রী শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করতে চায়। এই খেলা হবে তাদের বি'রুদ্ধে, যারা পা'কিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’