টিএসসিতে ছা'ত্রীদের ওয়াশরুমে ঢুকে পড়ল ম'দ্যপ ছাত্রলীগ নেতা, হয়'রানির অ'ভিযোগ
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছা'ত্রীদের ওয়াশরুমে ঢুকে এক ছা'ত্রীকে হয়'রানির অ'ভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বি'রুদ্ধে। গতকাল বুধবার ১৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অ'ভিযু'ক্ত তানজিন আল আমিন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
আজ বৃহস্পতিবার ১৮ আগস্ট ঘটনার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অ'ভিযোগ করেছেন হয়'রানির শিকার ছা'ত্রী। ঘটনার সময় ছাত্রলীগ নেতা তানজিন মাতাল অবস্থায় ছিলেন বলে অ'ভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।
এদিকে অ'ভিযোগপত্রে হয়'রানির শিকার ছা'ত্রী বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বুধবার রাতে টিএসসিতে নারীদের জন্য নির্ধারিত ওয়াশরুম ব্যবহারকালে তানজিন আল আমিন ম'দ্যপ অবস্থায় সেখানে প্রবেশ করেন এবং টয়লেটের দরজা খোলা রেখে অর্ধন'গ্ন হয়ে মূত্রত্যাগ করতে থাকেন। এ সময় আমাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। এতে আমি প্রচণ্ড ভ'য় পেয়ে বাইরে চলে আসি। কিছু সময় পরে তানজিন বের হলে বাইরে থাকা আমি ও আমা'র বন্ধুরা তাকে নারীদের ওয়াশরুমে প্রবেশ এবং অশ্লীল অঙ্গভঙ্গির কারণ জানতে চাই। কিন্তু সে (তানজিন) ও তার সঙ্গে থাকা কয়েকজন ভুল স্বীকার না করে উল্টো আমাদের দেখে নেয়ার হু'মকি দেয়।
তিনি বলেন, হু'মকির ঘটনায় আমি অনিরাপদ বোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে। অ'ভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা তানজিন গণমাধ্যমকে বলেন, আমি ভুল করে মে'য়েদের ওয়াশরুমে ঢুকেছিলাম। কিন্তু সেটি বোঝার পর কাজ সেরে দ্রুত বের হয়ে এসেছিলাম। তবে এ ঘটনায় আমি ওই ছা'ত্রী ও তার বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করে একাধিকবার ক্ষমা চেয়েছি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গো'লাম রব্বানী বলেন, মোবাইল ফোনে ওই ছা'ত্রীর সঙ্গে কথা হয়েছে আমা'র। সে লিখিত অ'ভিযোগ দিলে ত'দন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান ভুক্তভোগী ছা'ত্রীর লিখিত অ'ভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আম'রা অ'ভিযোগ পেয়েছি এবং বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।