‘১৫ আগস্টের হ'ত্যাকা'ণ্ড কারবালার চেয়েও ভ'য়ংকর’
১৫ আগস্টের হ'ত্যাকা'ণ্ড কারবালার চেয়েও ভ'য়ংকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হ'ত্যাকা'ণ্ডে নারী, শি'শু, বৃদ্ধাসহ কেউই রেহাই পায়নি। যারা হ'ত্যা করেছে, যারা হ'ত্যাকা'ণ্ডের সঙ্গে ওঁৎপ্রোতভাবে জ'ড়িত ছিলেন এবং বদনাম করেছিলেন তাদের সবার মুখোশ উন্মোচন করা সময়ের দাবি।
এ সময় ১৫ আগস্ট হ'ত্যাকা'ণ্ডের বিষয়ে ত'দন্ত কমিশন গঠন করে জ'ড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান হাছান মাহমুদ।
জিয়াউর রহমান ও তার দল বড় মানবাধিকার লঙ্ঘনকারী মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, জিয়া ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করে বঙ্গবন্ধু হ'ত্যার বিচার বন্ধ করেছিলেন, খু'নিদের পুনর্বাসিত করেছিলেন। ক্ষমতা নিষ্কণ্ট'ক করতে হাজারও সে'নাসদস্যকে বিনাবিচারে হ'ত্যা করেছিলেন জিয়া।
তথ্যমন্ত্রী বলেন, জিয়ার তৈরি করা দল বিএনপি ও তাদের দোসর জামায়াত ২০১৩-১৪-১৫ সালে হরতাল-অবরোধের নামে শত শত মানুষকে পেট্রোল বো'মায় পুড়িয়ে মে'রেছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলার বিষয়ে হাছান মাহমুদ বলেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভা'রত ও পা'কিস্তানেও তো একইরকম ধারা আছে। সেগুলো নিয়ে তো তারা কোনো কথা বলেন না।