দুই ভাই-বোনের পর চলে গেল সাথীও
শরীয়তপুরের জাজিরায় বাসি খাবার খেয়ে ভাই-বোনের মৃ'ত্যুর পর ওই পরিবারের আরেক মে'য়ে সাথী (১৪) চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা'লে ওই কি'শোরীর মৃ'ত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে সৌরভ (৬) ও খাদিজা (৫) নামে অ'পর দুই ভাই–বোন মা'রা যায়।
তারা উপজে'লার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিছ বেগমের সন্তান। গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশীর বাসার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অ'সুস্থ হয়ে পড়ে তারা।
নি'হত শি'শুর পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে সৌরভ ও খাদিজা কাঁঠাল খায়। এরপর দুপুরে দুই শি'শুর চাচি রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খান আইরিছ বেগম, তাঁর বড় মে'য়ে সাথি আক্তার।
এ সময় ওই দুই শি'শু এবং চাচি রওশনও ওই বিরিয়ানি খান। কিছুক্ষণ পর তাঁরা অ'সুস্থ হয়ে বমি করতে শুরু করেন। বেশি অ'সুস্থ হয়ে পড়লে ওই পাঁচজনকে জাজিরা উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা'লে পাঠানো হয়। রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শি'শু মা'রা যায়। আর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাথী আক্তারের মৃ'ত্যু হয়।
বিলা'শপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন, ঘটনাটি অ'ত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে কিছুটা র'হস্য দেখা দিয়েছে। ওদের লা'শের ময়নাত'দন্ত করার উদ্যোগ নিয়েছে পু'লিশ।
জাজিরা থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, তিনজনের পরিবার কোনো অ'ভিযোগ করতে চায়নি। তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার মতো নয়। এ জন্য ময়নাত'দন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃ'ত্যুর কারণ জানা যাবে।