শাকিবের ভুল ইংরেজি, যা বললেন ভাবনা
দীর্ঘ ৯ মাস যু'ক্তরাষ্ট্রে কা'টানোর পর দেশে ফিরেছেন ঢালিউড কিং শাকিব খান। গত ১৭ আগস্ট দুপুরে হযরত শাহ'জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।
এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। তাকে জিজ্ঞাসা করা হয় দেশে ফিরে কেমন লাগছে? জবাবে এই নায়ক বলেন—‘আমি খুব এক্সাইটমেন্ট।’ এরপরই শুরু হয় সমালোচনা। এই ভুল ইংরেজি বলা মানতে পারছেন না নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন- এতদিন আ'মেরিকায় থেকেও ভুল ইংরেজি বলছেন শাকিব? তাকে নিয়ে নানাভাবে ট্রল করছেন।
শাকিবের ভুল ইংরেজি নিয়ে এখনো সরগরম নেটমাধ্যম। এ নিয়ে মুখ খুলেছেন মডেল-অ'ভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ফেসবুক স্ট্যাটাসে এ অ'ভিনেত্রী বলেন—‘শাকিব খানের ইংরেজি নিয়ে আপনারা যারা হাসছেন, কেন শাকিব খানকে একদম অসাধারণভাবে ইংরেজি বলতে পারতে হবে? একজন বিদেশি নাগরিক যখন ভাঙা ভাঙা বাংলা বলে তখন সেটা আপনাদের কাছে কিউট লাগে। আর শাকিব খান বা যেকোনো তারকা ভুল কিছু বললেই আপনারা তাকে নিয়ে ট্রল করেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়।’
ভাবনার এমন চিন্তাকে নেটিজেনদের কেউ কেউ সম'র্থন জানিয়ে মন্তব্য করেছেন; আবার অনেকে ভাবনাকেও কটাক্ষ করে মন্তব্য করেছেন।