সাকিবের সঙ্গে প্রে'ম, বিয়ের খবরও দিলেন নায়িকা ববি
গু’ঞ্জনে’রই সত্যতা মিললো। প্রযোজক সাকিব সনেটের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রে'মের বিষয়টি স্বীকার করলেন ঢাকাই সিনেমা'র নায়িকা ইয়ামিন হক ববি। শুধু তাই নয়, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে এই জুটি। মুলত নায়িকার জন্ম'দিনকে ঘিরেই তাদের স'ম্পর্কের বিষয়টি প্রকা’শ্য আসে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ছিল ববির জন্ম'দিন। এদিন নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে বেশ আবেগঘন এক স্ট্যাটাস দেন সাকিব সনেট।
ববির সঙ্গে দাঁ’ড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমা’ন্টিকতায় পূর্ণ ক্যাপশনে এই প্রযোজক লিখেছেন, ‘এটা তোমা'র জন্ম'দিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্যাপ’ন করা উচিত। পৃথিবীতে আমা'র প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমা'র হাসি উদ্যাপ’নের কারণ। তোমা'র ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমা'র পৃথিবীতে এসেছিলে। শুভ জন্ম'দিন ইয়ামিন হক ববি।’
সাকিব সনেটের এমন পোস্টের পর পরই ভ’ক্ত-অনুরা’গীরা ধারণা করেন, তবে কি এই যু’গল বিয়েও সেরে ফেলেছেন। বিষয়টি পরিষ্কার করলেন ববি। ফেসবুকের এক স্ট্যাটাসে জানালেন, বিয়ে নয়; আপাতত প্রে’ম করছেন তারা। এ নায়িকা বলেন, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রে'মের সম্প’র্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’
দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়া’ন্ত করা হয়নি সাকিব-ববি জুটির। সাকিব সনেটের সঙ্গে ববির পরিচয় হয় ‘নোলক’ সিনেমায় অ'ভিনয়ের সময়ে। ওই সিনেমা'র প্রযোজক সাকিব সনে’ট। সিনেমায় শাকিব খানের বিপরীতে অ'ভিনয় করেন ববি। সিনেমাটির কাজ করতে গিয়েই সাকিবের সঙ্গে ঘনি’ষ্ঠতা বাড়ে ববির। এক পর্যায়ে সেটা প্রে'মে রূ’পান্তর হয়।